ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩

“জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৪বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০১ জন”

মোঃ রিয়াদ মন্ডল
জানুয়ারি ১৭, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাদক গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন পেয়ারা তলা মোড় হতে রাখাল শাহ্ এর মাজার দিকে রোডে মনোহরপুর মাঠপাড়াস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর মুন্সি , পিতা-মৃত সামসুল হক এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ফিরোজ, পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম -বাঁকা মাঠপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ১৫ জানুয়ারি ২০২৩ আনুমানিক বিকালে সময় ১৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।