ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক প্রথম বাংলাদেশ
জুলাই ১৬, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

গত ১৫ জুলাই ২০২৪ ইংরেজি তারিখে কক্সবাজার হতে প্রকাশিত দৈনিক”দৈনিক দুরন্ত ” অনলাইন নিউজ পোর্টাল ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিসহ দৈনিক আজকের বসুন্ধরা, সময় ৭৫,ইয়ুথ টেলিভিশন, সংবাদ টিভি, কালের নতুন সংবাদ, দর্পন বাংলা নিউজ, বাংলাদেশ বার্তা নিউজ পোর্টালে রাজশাহীতে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ নামের শিরোনাম টি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পড়ে তাহা সম্পুর্ন মিথ্যা ও ভিক্তিহীন মনে হয়েছে। এই সংবাদ টি আমার কাছে মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে।

প্রভাশ চন্দ্র সরকার পিতা মৃত পশুপতি সরকার, থানা আটঘরি,জেলা রাজশাহী। ও এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন পিতা মৃত আনছার আলী, সাং টিকাপাড়া,থানা বোয়ালিয়া,জেলা রাজশাহী। তাদের ব্যবসার প্রয়োজনে ধার কর্জ হিসেবে আমার কাছ হতে গত ২৭ আগষ্ট ২০২৩ ইংরেজি তারিখে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করেন। এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল সাক্ষিগণের উপস্থিতিতে অঙ্গীকার নামা সম্পাদন করিয়া দেন যে, আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি তারিখ (প্রায় ছয় মাসের) মধ্যে টাকা পরিশোধ করিবেন। পরে তাদের কাছ থেকে টাকা চাইলে বিভিন্ন তালবাহানা করে। গত ৩ এপ্রিল ২০২৪ তারিখে তাদের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করে ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। পরে আমি জামিনে এসে তথ্য প্রমাণ আদালতে দিলে সেই মামলা হতে আদালত খালাস দিয়েছে। পরে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এদিকে গত ১৫ জুন ২০২৪ ইংরেজি তারিখে “বিডিনিউজ ৯৯৯” অনলাইন নিউজ পোর্টালের নারী সাংবাদিক তাসমিয়া তাবাসসুম ছোটনের বিরুদ্ধে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য স্পর্শ করার ঘটনায় এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ছোটনের বিরুদ্ধে চাঁদাবাজি, যৌন নিপিড়ন, রাষ্ট্র বিরোধীসহ অনুমান ৫টি মামলা হয়েছে। এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে একাধিক মামলা ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সিন্ডিকেটের হাত থেকে রক্ষাকরণ প্রসঙ্গে আবেদন করা হয়েছে ও বিভিন্ন প্রশাসনিক দম্পরে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধী শাস্তির দাবি জানাই। এছাড়া প্রকাশিত সংবাদ আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলে ধরা হয়েছে তাহা মিথ্যা ও ভিক্তিহীন। আমি সংবাদ টির তীব্র প্রতিবাদ করছি।
-মোছাঃ আয়েশা আক্তার লিজা