ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩

খানসামায় শীতকালীন ক্রীড়া প্রতিবোগাতিপাড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

নিশাতুর রহমান (জ্বীম)
জানুয়ারি ১৭, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!
                       

নিশাতুর রহমান (জ্বীম)-বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ২২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পেড়াবাড়িয়াস্থ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসএই তাইজুল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে আবুল হাসেমের ছেলে মাদক ব্যবসায়ী শাহিন আলী (৪৫) এবং তার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।