ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩

রহিমা সালাম স্কুল, ঘন্টা পিটিয়ে উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

এসডি সোহেল রানা,
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!
                       

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,
জামালপুরের বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেছেন জামালপুর-১ আসনের এম পি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী সভা শেষে নিজ হাতে ঘন্টা বাজিয়ে ক্লাসের শুভ সূচনার অনুমতি দেন।
রহিমা সালাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিকের সভাপত্তিতে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের এমপি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম ও অধ্যক্ষ হাসান বিন রফিক।