খানসামা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম ধাপে দুটি ইউনিয়ন আলোকঝাড়ী ও ভেড়ভেড়ী ইউনিয়নের ২০০ জন বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
জানা যায়,ধাপে ধাপে উপজেলার বাকি ৪টি ইউনিয়নের বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।এরআগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ২৫০০ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন।
এসময় খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান,এমপি মহোদয়ের এপিএস শাহ সালাউদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে জাইকার অর্থায়নে উপজেলার বেলান নদী খননের কাজ ও বেলান নদীর উপর রাবার ড্যাম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এমপি মহোদয়ের এপিএস শাহ সালাউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।