
জামালপুর জেলা প্রতিনিধিঃ
পৌরসভার রশিদপুরে খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচির (ওএমএস) চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগে একজনের ডিলারশিপ বাতিল করেছেন প্রশাসন। গত রোববার ওএমএস (ওপেন মার্কেট সেল) কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই ডিলারের নাম সোহাগ মিয়া। সে জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড়ের রশিদপুরে ওএমএস ডিলার। ডিলার সোহাগ মিয়া উপস্থিত থেকে রিকশায় করে চাউল ও আটার বস্তা কালোবাজারে বিক্রি করতে দেখা যায় এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। সে থেকে গত তিনদিন ধরে তার ডিলার বাতিল করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তারা জানান, কালোবাজারে মালামালের বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেজন্য তার ডিলার বাতিল করা হয়েছে।