
রাজশাহী ঃ
রাজশাহীর দূর্গাপুরে আজ রোজ মঙ্গলবার স্থান উপজেলা পরিষদের হলরুম,দূর্গাপুর,
রাজশাহী। তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ সময় সকাল ১০.৩০ মিনিটে দূর্গাপুর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের সদস্যদের অংশ গ্রহণে আন্তঃ ক্লাব সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা খাতুন দূর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তারোক নাথ মজুমদার সংগীত শিক্ষক দূর্গাপুর উপজেলা শিশু একাডেমি, রাফেয়া সুলতানা ফিল্ড সুপারভাইজার কিশোর কিশোরী ক্লাব, জেন্ডার প্রমোটার শফিকুল ইসলাম জেন্ডার প্রমোটার খাদিজাতুল কোবরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব এর সংগীত শিক্ষক রাশেদুর রহমান, আলফা খাতুন, নুসরাত লিপি আবৃত্তি শিক্ষক সখিনা খাতুন আরিফা খাতুন সহ অনেকে। অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাব এর সদস্যদের নিয়ে সংগীত, আবৃতি, চিত্রাংকন, দৌড় ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের কে ক্রেস,সাটিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রী দের নাস্তা দেওয়া হয়। আয়োজনে ঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।