
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন উত্তর এনায়েতপুর এলাকায় আলমগীর আল মাসুদ(৪৩) নামে এক লোকের লাশ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে দেওয়ালিবাড়ী দীঘির পাড়, আবু তালেব মেম্বার রোডে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনে ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
নিহত আলমগীর আল মাসুদ নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া গ্রামের মোঃ মকবুল হোসেন মন্ডল ও হামিদা বেগমের ছেলে। আলমগীর দীর্ঘদিন ধরে রাস্তার কন্ট্রাকশনের কাজ করত বলে জানা গেছে। কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের পর নিহতের সঠিক কারণ জানা যাবে।