ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন: সরে গেলেন জগন্নাথের প্রধান সমন্বয়ক নূর নবী

আব্দুল্লাহ আল রাকিব, এডিটর
আগস্ট ১৮, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেমে আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘প্রধান সমন্বয়কের’ পদ থেকে সরে দাঁড়ালেন মো. নূর নবী।

সমন্বয়ক হিসেবে না থাকলেও যে কোনো আন্দোলন-সংগ্রামে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করার অঙ্গীকার করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নবী শনিবার ফেইসবুক পোস্টে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সকল আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হলেও আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছেন তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়শহীদদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যে কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করব।”

 

তিনি বলেন, “আজ থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ব্যক্তি স্বার্থ বিহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি। ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার স্বীকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। এই সব কিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকবআন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নবীকে ‘শিবির’ আখ্যা দিয়ে ক্যাম্পাস থেকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে নিয়ে অকথ্য নির্যাতনের পর ‘সাজানো’ মামলায় তাকে কারাগারে পাঠানো হয় বলেও অভিযোগ করেন তিনি।