ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩

“আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক দু্ইশ পঞ্চাশ গ্রাম গাঁজা ও চার গ্রাম হেরোইন সহ গ্রেফতার ২ জন”

মোঃ রিয়াদ মন্ডল
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

   
                       

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানার পুলিশ তদন্ত জনাব মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ খসরু আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে প্রথম আসামী মোঃ সুইট মোল্লা বয়স চল্লিশ বছর , পিতা-মৃত সনে মোল্লা, দ্বিতীয় আসামি মোঃ মুন্না বয়স বাইশ বছর , পিতা-মোঃ আব্দুল লতিফ, উভয় গ্রাম হারদী, থানা- আলমডাঙ্গা জেলা- চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন হারদী কৃষি ক্লাবপাড়া গ্রামস্থ আসামী মোঃ সুইট মোল্লার বসত বাড়ির উঠান হতে দু্ইশ পঞ্চাশ গ্রাম গাঁজা এবং চার গ্রাম হেরোইন সহ দুইজন আসামীদের হাতে-নাতে গ্রেফতার করেন পুলিশ।