ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩

বগুড়ায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আব্দুল কাইয়ুম
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

আব্দুল কাইয়ুম-(বগুড়া) প্রতিনিধিঃ-

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠেছে চারদিক। প্রকৃতি যেন হলুদ শাড়ীতে সেজেছে অপরুপ এক সাজে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। পৌষের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত বিস্তীর্ণ ফসলের মাঠ। বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। সরিষার হলুদ ফুলে স্বপ্ন বুনছেন কৃষক।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বেশকিছু ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত কয়েক বছর ধরে সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকে পড়েছেন এ উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন শুধু ভালো ফলনের আশায় কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। সাজাপুর বেলপুকুরের সরিষা চাষী আব্দুল বারী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হয়েছে। বাজার ভালো থাকলে কৃষকরা অধিক লাভবান হবেন। এতে কৃষকরা সরিষা চাষে আর উৎসাহিত হবেন বলে তিনি মনে করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা নূরে আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো কৃষকদের উন্নত জাতের অধিক ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। অন্যদিকে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষাকে বিকল্প হিসেবে দেখছে সরকার। এজন্য ফসলটির উৎপাদন বাড়াতে নেয়া হয়েছে বড় প্রকল্প। ফসলের শ্রেণিবিন্যাসে পরিবর্তন এনে গতিশীল করা হচ্ছে সরিষার চাষ। সরিষা চাষে সময় এবং খরচ দুটোই কম হওয়ায় কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ। এ কারণে দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে এই ফসল উৎপাদন। বাজারে দাম ভালো থাকায় সরিষায় আশার আলো দেখছেন কৃষকরা।