ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়।

ফয়সাল মাহমুদ
আগস্ট ২৮, ২০২৪ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

ফয়সাল মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর দুর্গাপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার ২৭( আগস্ট)  দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা শারমিন উপজেলায় প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, জীবন আলী সবুজ(কোরবান), আব্দুল খালেক, গোলাম কিবরিয়া, ফরিদ আহমেদ আবির, রাজু আহমেদ,

এসময় উপস্থিত ছিলেন মো.জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম,শাহজামাল পিকে, মোফাজ্জল হোসেন মায়া, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,সেলিম রেজা,মশিউর রহমান,রাকিবুল ইসলাম শাহিন ,জাদরান মমিন,শিহাব সম্প্রাট,আল-আমিন ইসলাম,জিল্লুর রহমান,মুন্না ইসলাম, শাহিনুর ইসলাম,ফায়সাল মাহমুদ ,রাকিবুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে দুর্গাপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বগুড়ার সোনাতলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা।