ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে নকল স্বর্ণের বার সহ তিনজন আটক।

সাইমন হোসেন
জানুয়ারি ২০, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!
                       

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অবৈধ নকল স্বর্ণের বার সহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। গত ১৮ জানুয়ারী (বুধবার) বিকেল ৩ টায় সদর উপজেলার মোলানী ও ফুটানী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ধুকুরঝাড়ি (টাকাহারা) গ্রামের আবু সাঈদের ছেলে মোঃ রায়হান ওরফে সাইফুল্লাহ (৩২), ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী গ্রামের খমিরউদ্দীনের ছেলে মোঃ পয়গাম আলী (২৫) ও রমজান আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এস/আই মোঃ নবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান যে, তাদের নিকট অবৈধ নকল স্বর্ণ সদৃশ বার রয়েছে। এসময় আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী স্থানীয় লোকজনের সামনে সাজ্জাদের ঘর থেকে তিনটি অবৈধ নকল স্বর্ণ সদৃশ্য বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান প্রতারণার মামলা তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।