ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী
জানুয়ারি ২০, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!
                       

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী মিয়া চাঁন (৬০) নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মেদীআশুলাই এলাকায় কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নাগরপুর থানার বাদচাল গ্রামের (পিতা অজ্ঞাত) মিয়া চাঁন (৬০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে চাঁন মিয়া দুই মাস আগে নাগরপুর থেকে গাজীপুরের মাওনা এলাকায় আসেন। তিনি পেশায় একজন দিনমজুর। ভোরে মাওনা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যোগে ছেড়ে আসেন তিনি। পরে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই এলাকায় পৌঁছালে হঠাৎ করে সিএনজি থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। তবে ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের লোকজন এখনো আসেনি।