খুলনা জেলা প্রতিনিধি
মানষিক বিকাশ ও শারীরিক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম একজন দক্ষ খেলোয়ার্ড বিদেশের মাটিতে ভাল ক্রীড়া নৈপন্ন দেখিয়ে দেশের নাম উজ্জল করতে পারে সুস্থ সবল দেহের জন্যে সকলকে খেলাধুলোয় অনুশীলন করতে হবে, এমপি ঝর্না আরো বলেন বর্তমান সরকারের অধীনে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। সামনে থেকে যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বই দেশের উন্নয়ন ত্বরান্বিত করছে। তিনি দেশকে মধ্যম আয়েরদেশে পরিণত করেছেন। স্বতন্ত্র উন্নয়ন-পরিকল্পনা, নিজস্ব ব্যবস্থাপনায় আর্থিক জোগান, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার আর মানবসম্পদকে দক্ষ করে কাজে লাগানো- এগুলোর সমন্বয়ের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে বংলাদেশ
দাকোপের লাউডোবের বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে ২১শে জানুয়ারি সকাল ১০টার ৮দলিয় ভলিবল টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি শুভ উদ্বোধন কালে এডব কথা বলেন
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুব রাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুখেন্দু শেখর রায়,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিহার মন্ডল,দেবেন্দ্রনাথ মিশ্রী, বিকাশ বাইন, অন্জন সরকার, পরিচালনায় ছিলেন কৃষ্ণ পদ বাছাড়।
চুড়ান্ত খেলায় গাংনী ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ও বুড়িড়ডাঙ্গা ভলিবল একাদশ রানারচাপ লাভ করে, উক্ত খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে।