ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩

জলঢাকায় আনন্দ র‍্যালি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন

মশিয়ার রহমান
জানুয়ারি ২২, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ‍্যালয় ও সকল শিক্ষক কর্মচারীদের চাকুরী চুড়ান্তভাবে সরকারি প্রজ্ঞাপণ জারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে র‍্যালি, আলোচনা সভা করেছে সংশ্লিষ্টরা। রবিবার দুপুরে এ উপলক্ষে বিদ‍্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রথম সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ওই বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোশফেকুজ্জামান মিটুল চৌধুরী, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা স্কুল সরকারি করণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুনকৃর্তন করেন। শেষে শেখ হাসিনার দীর্ঘআয়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সহকারী শিক্ষক আতাউর রহমান।