
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা, জীবননগর আন্দুলবাড়ীয়া মুহাম্মাদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বোডিং এর উদ্যোগে ওয়াজ মাহফিল ২৯ নভেম্বর, ২০২২ ইং, আজ মঙ্গলবার। স্থান আন্দুলবাড়ীয়া কলেজ মাঠ, জীবননগর, চুয়াডাঙ্গা।
আন্দুলবাড়ীয়া মুহাম্মাদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বেডিং ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মোওঃ এফ এম জাহাঙ্গীর আলম (মাগুরা)। দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন হয়রত মোওঃ সিয়াম মনোয়ার (মেহেরপুর)l আরো ওয়াজ করবেন ইস্থানিয় ওলামায়ে একরামগন। হাফেজ ছাত্রদের পাগড়ী প্রাদান করা হবে।আন্দুলবাড়ীয়া মুহাম্মাদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বোডিং মাহফিলে প্রধান অতিথিঃ আলহাজ্ব হাফিজুর রহমান হাফিজ, চেয়ারম্যান, জীবননগর উপজেলা পরিষদ। বিশেষ অতিথিঃ শেখ শফিকুল ইসলাম মুক্তার, চেয়ারম্যান ২নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিঃ শেখ মুহিদুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা আজকের ওয়াজ মাহফিল আয়োজন এলাকাবাসী ও মাদ্রাসা কতৃপক্ষ।