ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩

লোহাগড়ায় সরকারি অনুমতি ছাড়া ভিপি সম্পতি থেকে গাছ ও মাটি কেটে দেওয়ার অভিযোগ

মোঃ আজিজুর বিশ্বাস
জানুয়ারি ২৩, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌরসভার পারছাতরা গ্রামে সরকারের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে ওই গ্রামের মোঃ আবু জাফর নামে। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় লোহাগড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের পারছাতরা গ্রামের ৬৮ নং মৌজার এস এ খতিয়ান ৭৮, এস এ দাগ-৩৫২ তে ১৩ শতক জমি ভিপি। ওই গ্রামের আবু জাফর একসনা বন্দোবস্ত এনে উল্লেখিত জমি ভোগদখল করিতেছেন।সেই সুবাদে বন্দোবস্তকারি মোঃআবু জাফর বন্দোবস্ত জমিতে থাকা ৮/১০ টি বনজ বৃক্ষ কেটে নিয়ে বিক্রি করেছেন । এঘটনায় লোহাগড়া পৌরসভার পারছাতরা গ্রামের এস এম মুরাদুজ্জামান গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখ সহকারী কমিশনার (ভুমি) লোহাগড়া, নড়াইল বরাবর একটি অভিযোগ দাখিল করেন।তিনি আরো বলেন জাফর যে কাজ করেছেন তা সম্পূর্ণ আইনের পরিপন্থী।
এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।