ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩

ইতালির ভেনিস বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন পালন

জাকির হোসেন সুমন
জানুয়ারি ২৩, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ ঃ

দেশের জনগন আজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে , দেশে গনতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে । জেল জুলুমের তোয়াক্কা না করে সরকার পতনের আন্দোলন কে এগিয়ে নিতে ইতালি বিএনপি সব সময় তাদের সহযোদ্ধাদের নিয়ে সাথে নিয়ে কাজ করে যাবে বলে মন্তব্য করেন ইতালি বিএনপির সাধারন সম্পাদক ঢাললী নাসির উদ্দীন । ভেনিস বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমশের আকবির পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দীন । ভেনিস যুবদলের সার্বিক সহযোগিতায় ভেনিসের ঢাকা বিরিয়ানি হাউজ হল রুমে শুরুতেই কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এর পর জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আল চনা সভায় বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান , ইতালি বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জিয়াবুল হক , ইতালির ত্রান বিষয়ক সম্পাদক মনসুর পেদা , ভেনিস বিএনপি নেতা আরফান মিয়া মাস্টার , হাবিব সিকদার , আরো বক্তব্য রাখন, ভেনিস বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম সরদার , আবুল বাশার , সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম , ভেনিস বিএনপি নেতা আক্তার মোল্লা , ভেনিস যুবদলের সাবেক আহবায়ক যুবরাজ দেওয়ান , সাবেক সদস্য সচিব দিপু নাসির , ভেনিস যুবদল সভাপতি আকবর খান , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান , হালিম আলম , সিনিয়র সহ সভাপতি মফিজ মুন্না , দপ্তর সম্পাদক জহিরুল হক , সদস্য শুভ আহাম্মেদ নীরব, সহ ভেনিস বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ । আলচনা সভায় বক্তারা বলেন , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ ও দেশের ইতিহাস থেকে মুছে ফেলতে আওয়ামীলীগ সরকার কাজ করছে , মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ও কালুরঘাট বেতারকেন্দ্রে স্বাধীনতা ঘোষণা কে আওয়ামী সরকার বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশকে তারা ধংশের দ্বার প্রানে নিয়ে এসেছে । তাই দেশকে রক্ষার জন্য সকলকে এক হয়ে আন্দোলনের মাধ্যমে কাজ করে মানুষের মৌলিক , গনতন্ত্র ও ভোরের অধিকার প্রতিষ্ঠা করতে হবে । পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , কোকো রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মাওলানা আতিক মিয়া দোয়া পরিচালনা করেন। এবং মধ্যান্ন ভোজের মাধমে আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে।