
শাইখ আহমেদ, ইতালিঃ
রাজধানী রোমে নব গঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস ভবনে গিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন। বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত শামীম আহসানকে তাঁরা বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এছাড়া দূতাবাসের বরিশালের কৃতি সন্তান জসীম উদ্দিনকেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আয়েশা আক্তার, বরগুনা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরে তাঁরা পাসপোর্ট সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আফতাফ বেপারী দূতাবাসে উপস্থিত ছিলেন। ইতালিতে বসবাসকারী বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে সমিতির পক্ষ থেকে আলোচনা করতে গিয়ে আফতাফ বেপারী বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধান না হলে বিপুল সংখ্যক বাংলাদেশী অবৈধ থেকে যাবেন।