ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩

শিবগঞ্জ উপজেলা নেইবার্স ফেসবুক – গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন একক বিতর্ক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ২৪, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

গতকাল শিবগঞ্জ উপজেলা নেইবার্স ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন একক বিতর্ক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শিবগঞ্জ বালিকা বিদ্যালয়’ এর কর্নধর নানা জ্ঞানবৃক্ষের পরিশ্রমী নান্দনিক প্রধান শিক্ষক শ্রদ্ধীয় মোঃ তাজুল ইসলাম স্যার। প্রধান অতিথি তার স্বাগত বক্তব্যে, ‘শিবগঞ্জ উপজেলা নেইবার্স ফেসবুক ‘ গ্রুপ কর্তৃক থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতার আয়োজন করায় সাধুবাদ ব্যক্ত করেন এবং গ্রুপের সর্বাত্মক সাফল্য কামনা করেন। এরপর প্রধান অতিথি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যা পূর্বে ঘোষণাকৃত পুরস্কারের চেয়ে আরো মূল্যবান গিফটগুলো বরাদ্দ করেন মূলত গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেকেই তাদের মধ্যে থেকে বিচারকদের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম_হয়েছে মোঃ রিফাত মাহমুদ জিদান, দশম শ্রেণি, আমতলী মডেল স্কুল,শিবগঞ্জ। দ্বিতীয়_হয়েছে মোঃ মুহিব হাসান সাদমান, ষষ্ঠ শ্রেণি, আমতলী মডেল স্কুল, শিবগঞ্জ। তৃতীয়_হয়েছে মোঃ নিয়ামুল হাসান স্বাধীন, দশম শ্রেণি, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় । এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত এডমিন মোঃ হাবিবুর রহমান, আসাদুল্লাহিল গালিব, মডারেট আরিফ আনজুম, সমাজকর্মী ও স্বাস্থ্যকর্মী মোঃ শামীম।