ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩

কুবির প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ২৪, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!
                       

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে নানা আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নাম্বার রমে বিভাগীয় ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় এই অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন সৌরভ, সরকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুজ্জামান তনু সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুজ্জামান তনু বলেন, ‘জ্ঞান অর্জন সহ আচার ব্যবহারও গুরুত্ব সহকারে শিখতে হবে। আমাদের এখন প্রযুক্তি গত দিক থেকেও দক্ষ হতে হবে। তাছাড়া দক্ষতার পাশাপাশি আমাদের ইংরেজি বিষয়েও দক্ষতা অর্জন করতে হবে।’ বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগ তোমাদের অন্যমাত্রা দান করবে। আমরা আশাবাদী এই বিভাগ তোমাদের বিশ্লেষণধর্মী হতে সাহায্য করবে।’ জানুয়ারির প্রথম তারিখেই পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সহ ও নানান সমস্যার কারণে পাঠদান কার্যক্রম শুরু হতে পারেনি অবশেষে আসন সংখ্যা পূর্ণ না করেই ২৩ জানুয়ারি পাঠদান কার্যক্রম চালু করা হয়। উল্লেখ্য, বিভাগে এই পর্যন্ত মোট ৩২ জন শিক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করেছেন।