ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩

ইতালি প্রবাসী নূরুল আলমের সংবাদ সম্মেলন

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

   
                       

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

নারায়নগঞ্জ ৪ আসনের বিএনপি‘র সাবেক এমপি শাহ আলম ও তার গং এর বিরুদ্ধে পৈত্রিক সূত্রে কেনা জমি আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন ইতালি প্রবাসী নূরুল আলম। প্রবাসী কল্যান সংঘের ব্যানারে রোম অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রবাসী নূরুল আলম বিস্তারিত তুলে ধরেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, আদালত রায় পাওয়ার পরও পরিকল্পিত ভাবে ভূমিদস্যূ শাহ আলম প্রশাসনকে তোয়ক্কা না করে, তার ও প্রবাসী ভাই-বোনের জমি হাতিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। এসময় তিনি আরও জানান, ইতিমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দূতাবাস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বরাবর অভিযোগ জানিয়েছেন।
এসময় প্রবাসী কল্যান সংঘের নেতৃবৃন্দ, প্রবাসীদের জান-মালের নিরপত্তার দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশি্লষ্ট মন্ত্রনালয়ের কাছে অনুরোধ জানান। যাতে করে প্রবাসীরা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। এসময় অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।