ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩

নড়াইলে বালু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ আজিজুর বিশ্বাস
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইল জেলার লোহাগড়ায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রালার ডুবে একজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শ্রমিক মো: নাজমুল মৃধা (৩৩) পাশ্ববর্তী কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে। পুলিশ ও এলাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের কাজী ইটভাটা সংলগ্ন মধুমতি নদীতে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রলারকে অপর একটি ট্রলার ধাক্কাদিলে বালু বোঝাই ট্রলারের তলদেশ ফেটে ট্রলারে পানি উঠতে থাকে। এ সময় তিনজন শ্রমিক সাতারকেটে উপরে উঠলেও অপর শ্রমিক নাজমুল পানিতে ডুবে যায় । খবর পেয়ে বড়দিয়া নৌ-ফাড়ি পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ মধুমতি নদীতে যৌথ অভিযান চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবরী দল মৃতদেহ উদ্ধার করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শ্রমিককের লাশ দুপুর ২ টায় উদ্ধার করা হয়েছে।