মাজিদ আল মামুন-নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের বহুল পরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি এর ব্যবসাকে গতিশীল করতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি), সকাল থেকে রাত অবধি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী, খাদিমপুর, শিবপুর, গোপালনগর এবং মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া ও ভাটপাড়া গ্রামে উঠান বৈঠক করেন, দৈনিক প্রথম বাংলাদেশের নিজস্ব প্রতিনিধি ও ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি এর থার্ড পার্টের উদ্যোক্তা মাজিদ আল মামুন।
এসময় দৈনিক প্রথম বাংলাদেশ এর মেহেরপুর প্রতিনিধি কামাল হোসেন খান, হুমায়ূন মেডিক্যাল হল এর পরিচালক হুমায়ূন কবির, নাসিম উদ্দীন, রণী, মাহফুজ, আশরাফুল, বাবুল আক্তার সহ এসপিসি’র বিভিন্ন গ্রাম এর অন্যান্য উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে এসপিসি’র থার্ড পার্টের কার্যক্রম সম্বন্ধে নতুন সদস্যদের ধারণা দেওয়া হয় এবং ফাস্ট ও সেকেন্ড পার্টের বিভিন্ন বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করা হয়।
এসময় এলাকার অসংখ্য বেকার যুবক-যুবতী এসপিসিতে যোগদান করে এসপিসি’র পণ্য নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হবার আগ্রহ প্রকাশ করেন এবং অনেকে যোগদান করেন। বৈঠকে এসপিসি’র ব্যবসা কে এগিয়ে নিতে নানা পরিকল্পনা সম্বন্ধেও নতুন সদস্যদের অবহিত করা হয় এবং এসপিসি’র সাথে থেকে অর্থনৈতিক চাকা কে সচল করতে বেকার যুবকদের পরামর্শ দেওয়া হয়। এসপিসিতে যুক্ত হয়ে বেকারত্ব ঘোচাতে ও এসপিসি সম্বন্ধে যেকোনো তথ্য জানতে ০১৯১৫৩৫১৪৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।