
সানজিম মিয়া – গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
বন্ধুত্বের খাতিরে বন্ধুর বাড়িতে যাওয়া আসার একপর্যায়ে বন্ধুর বউকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ফেলে। এটি বাদী জানতে পেরে তাহাদের দুজনকেই সচেতন করেন। সচেতনতার একপর্যায়ে ঘটনার দিন ১২ জানুয়ারি নোহালীর নাগরাজটারীর দুই সন্তানের জননী গৃহবধূকে ৫৩ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার সহ পালিয়ে নিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি জলঢাকা উপজেলার কৈমারীর চেল্লাটারীর স্থানীয় বাসিন্দা শহীদার রহমানের ছেলে আলম মিয়া (৩৫)। আলম মিয়ার সংসারে দুই সন্তান ও প্রথম স্ত্রী থাকা সত্বেও অনৈতিক সুবিধা এবং অর্থ সম্পদের লোভে ওই মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে মহিলার বাবার বাড়ি যাওয়ার অজুহাতে দুজনে অন্যত্র পালিয়ে যায়।
কিছুদিন পর এলাকাবাসীর মুখে ওই মহিলা তার দুই সন্তানসহ বাবার বাড়ি হারিয়াল কুটি ইউনিয়নে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে প্রথম স্বামী ফিরিয়ে আনতে চাইলে অসম্মতি জানায়। তারাগঞ্জ,বদরগঞ্জে অবস্থান করার সময় দুজনে হারিয়াল কুটি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় ও ইউপি সদস্য সহ এলাকাবাসীর হাতে ঘটনাক্রমে ধরা পড়লে ঘটনাচক্রে আলম মিয়া সেখান থেকে পালিয়ে আসেন। এ ব্যাপারে পলাতক মহিলার স্বামী ২৫ জানুয়ারি গংগাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ডিউটি অফিসার মামলাটি তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।