ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩

জলঢাকায় অভিনন্দন কমিউনিটি স্কুল পরির্দশন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক

মশিয়ার রহমান,
জানুয়ারি ২৫, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!
                       

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় অভিনন্দন কমিউনিটি স্কুল পরির্দশন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক। বিকালে অভিনন্দন সমাজ কল্যান সংস্থা পরিচালিত অভিনন্দন কমিউনিটি স্কুল বগুলাগাড়ী, শাখা পরির্দশন করেন নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব এমদাদুল প্রামানিক ও সহকারী পরিচালক নুসরাত ফাতেমা । এসময় উপস্থিত ছিলেন উত্তরা গ্রামীণ সেবা সংস্থা র নির্বাহী পরিচালক জনাব । বিশনু রায়, অভিনন্দন সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন রায়, অভিনন্দন শিক্ষা প্রোগ্রামের দেবদাস শর্মা,দ্বীপ সরকার,ফাতিমা রুমাল,ও রিফাত তাসকিন রিনি৷ প্রমুখ।
পরে প্রধান অতিথি নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনব এমদাদুল প্রামানিক ও সহকারী পরিচালক নুসরাত ফাতেমা অভিনন্দন সমাজ কল্যান সংস্থা পরিচালিত অভিনন্দন কমিউনিটি স্কুল (বগুলা গাড়ী, জলঢাকা) পরির্দশন শেষে বলেন
যাঁরা নিরলস পরিশ্রম করে এতো সুন্দর স্কুল তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানান।