উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলাসহ একযোগে সারাদেশ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে আজ ১১ই মাঘ (বৃহস্পতিবার) (১৪২৯ বাংলা) ২৬ (জানুয়ার ইং)। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, জ্ঞানের অধিষ্ঠাত্রী বাণী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা সকাল ৯ টায় শুরু হয়। বিদ্যাজ্ঞান অধষ্ঠাত্রী বাণী ও সুরের দেবীর চরনে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে / বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহ তুতে, এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে পুস্পার্ঘ্য অর্পন করেন অগনিত সকল সনাতন ধর্মালম্বী ছাত্র-ছাত্রী ও ভক্ত বৃন্ত।
ধর্মীয় বিধান অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা জ্ঞান অধিষ্ঠাত্রী বানী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পৃথিবীতে আসেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বিদ্যা জ্ঞান অধিষ্ঠাত্রী বাণী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পুজা। এ সময় বিদ্যাজ্ঞান ও সুরের অধিষ্ঠাত্রী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।
সারাবিশ্ব সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্ত সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ নানা অনুষ্ঠানের আয়োজন করেন । নওগাঁ জেলার ১১টি উপজেলা মহাদেবপুর, বদলগাছী, ধামুইরহাট,পত্নীতলা, শাপাহার,নিয়ামেতপুর, পোরশা মান্দা উপজেলার প্রতিটি ইউনিয়েনের গ্রামে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, মহাদেবপুর উপজেলা ৯ নং চেরাগপুর ইউনিয়ন ৯ নং চৌমাশিয়া সরকার পাড়া মোড়ে একটি ও বাগধানা দুটি ১০ নং ভীমপুর ইউনিয়ন স্কুল ও মন্দিরে
হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আলোকসজ্জা সন্ধ্যা আরতি ও কৃত্তন প্রসাদ বিতরন। #