ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩

নওগাঁ জেলাসহ একযোগে সরাদেশে সনাতন ধর্মালম্বীদের বিদ্যারদেবী সরস্বতীপূজা আজ, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলাসহ একযোগে সারাদেশ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে আজ ১১ই মাঘ (বৃহস্পতিবার) (১৪২৯ বাংলা) ২৬ (জানুয়ার ইং)। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, জ্ঞানের অধিষ্ঠাত্রী বাণী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা সকাল ৯ টায় শুরু হয়। বিদ‍্যাজ্ঞান অধষ্ঠাত্রী বাণী ও সুরের দেবীর চরনে সরস্বতী মহাভাগে বিদ‍্যে কমললোচনে / বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহ তুতে, এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে পুস্পার্ঘ‍্য অর্পন করেন অগনিত সকল সনাতন ধর্মালম্বী ছাত্র-ছাত্রী ও ভক্ত বৃন্ত।
ধর্মীয় বিধান অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা জ্ঞান অধিষ্ঠাত্রী বানী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পৃথিবীতে আসেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বিদ‍্যা জ্ঞান অধিষ্ঠাত্রী বাণী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পুজা। এ সময় বিদ্যাজ্ঞান ও সুরের অধিষ্ঠাত্রী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।

সারাবিশ্ব সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্ত সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ নানা অনুষ্ঠানের আয়োজন করেন । নওগাঁ জেলার ১১টি উপজেলা মহাদেবপুর, বদলগাছী, ধামুইরহাট,পত্নীতলা, শাপাহার,নিয়ামেতপুর, পোরশা মান্দা উপজেলার প্রতিটি ইউনিয়েনের গ্রামে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, মহাদেবপুর উপজেলা ৯ নং চেরাগপুর ইউনিয়ন ৯ নং চৌমাশিয়া সরকার পাড়া মোড়ে একটি ও বাগধানা দুটি ১০ নং ভীমপুর ইউনিয়ন স্কুল ও মন্দিরে
হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আলোকসজ্জা সন্ধ‍্যা আরতি ও কৃত্তন প্রসাদ বিতরন। #