ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩

রাজশাহীর দূর্গাপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত

নাহিদ ইসলাম
জানুয়ারি ২৬, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!
                       

নাহিদ ইসলাম রাজশাহীঃ

রাজশাহীর দূর্গাপুরে আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সারাদিন দৌড়, হাই জাম্প,লং জাম্প খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগীতা, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ,দূর্গাপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডাঃ মনসুর রহমান সংসদ সদস্য দূর্গাপুর,পুঠিয়া, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ, বানেছা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ,আঃ মোতালেব মোল্লা ভাইস চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ,সাজেদুর রহমান মিঠু মেয়র দূর্গাপুর পৌরসভা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক দূর্গাপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সোহেল রানা দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার, জাহিদুল ইসলাম দূর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মকলেছুর রহমান শিক্ষা অফিসার, ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, রাকিবুল ইসলাম রিপন, আজিজুল ইসলাম, মোন্তাজ আলী, সাইদুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। আয়োজনেঃ উপজেলা প্রশাসন দূর্গাপুর, রাজশাহী।