ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩

খানসামায় প্রবীণ ব্যক্তিদের ( ৬৫ বছর ও তদুর্দ্ধ) মাঝে বিনামূল্যে চাল বিতরণ

উজ্জ্বল রায়
জানুয়ারি ২৭, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ

নিলফামারীর এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিমিটেড ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের পক্ষ থেকে খানসামা উপজেলার সম্মানিত প্রবীণ ব্যক্তিদের ( ৬৫ বছর ও তদুর্দ্ধ) মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচি ২০২২ উদ্বোধন। শুক্রবার সকালে উপজেলার পাকেরহাট সরকারি কলেজ চত্বরে ওই কর্মসূচি উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এর আগে এমপিকে ফুলেল শুভেচছা জানান নিলফামারীর এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিমিটেড ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের চেয়ারম্যান ফেলিক্স চ্যাং। জানা যায়,খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সাড়ে ১২ শত সম্মানিত প্রবীণ ব্যক্তিদের ( ৬৫ বছর ও তদুর্দ্ধ) মাঝে ১৫ কেজি করে বিনামূল্যে ওই চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,নিলফামারীর এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিমিটেড ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের জিএম কাজী ফেরদৌস-উল-আলম,ডিজিএম কে এসএম এজাজ আফজাল,খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।