ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩

জোতদৈবকি রবিন্দ্র সংঘের আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ শরিফুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে জোতদৈবকি গ্রামে মহা ধুমধামে নৃত্য, গীত ও বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রবিন্দ্র সংঘের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পুজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্ম মতে, সরস্বতী বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী জগতে ভক্তদের পুজা গ্রহনের জন্য মর্তে আসেন। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই তিথীতে ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন সাড়ম্বরে। করোনার কারণে দু’বছর ঘরোয়া পরিবেশে পুজা হওয়ায় এবছর প্রাণ খুলে উচ্ছাসের মধ্য দিয়ে পুজা উৎযাপন করেছে ভক্তরা।
বৃহস্পতিবার প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা। অঞ্জলি প্রদানকারীরা উপবাস থেকে পুরোহিতের সাথে কন্ঠে মিলিয়ে উচ্চারন করেন- ‘‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’। এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষার্থী ও ভক্তরা। জোতদৈবকি রবিন্দ্র সংঘের আয়োজনে সরস্বতী পুজা উপলেক্ষে নৃত্য, সঙ্গিত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও লটারির রেফেল ড্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠিতত হয়। এ সময় জোতদৈবকি রবিন্দ্র সংঘের সকল সদস্য সহ উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সরকার, অনুপ আচায্য, আনন্দ মোহন সাহা, দীপেন্দ্রনাথ সাহা, সৌমিত্র সরকার, লিটন কুমার প্রমুখ। সঙ্গীত পরিবেশনা করে, সপ্তর্ষি দাস, অঙ্কিতা, সপ্তক প্রমুখ।পুজা শেষে মন্দিরে আগত ভক্ত আর দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।