ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩

যশোরে ভাইপোর ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার যশোর: যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে রাজু আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। অভিযুক্ত রাকিবুল অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চেঙ্গুটিয়া গ্রামের গোলাম নবীর ছেলে রাজুর বাসার ফ্রিজে আদা বাটা রাখতে যান তার ভাইপো রাকিবুল। ইতিপূর্বে ফ্রিজের একটি বক্স ভাঙ্গার কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রাকিবুল ঘরে থাকা আপেল কাটা ছুরি দিয়ে রাজুকে ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। অভয়নগর থানার ওসি একে শামীম জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।