
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যারদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মালম্বী সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একাগ্রতা প্রকাশ করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর ও সভাপতি, প্লেস, শেরপুর এবং জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর ও উপদেষ্টা, প্লেস, শেরপুর মহোদয়।