ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩

যশোরে অস্ত্র-গুলিসহ গাঁজা উদ্ধার: আটক ৩

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার যশোর: যশোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগান ও দুই রাউন্ড গুলি এবং সাত কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে তিন জন। শুক্রবার দুপুরে যশোর ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে।

ডিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ডিবির এসআই শাহিনুরের নেতৃত্বে একটা টিম যশোর কোতয়ালী থানার শংকরপুর বাস টার্মিনাল এলাকার চাতালের মোড় রহিমার বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম মিঠুকে (৩৩) একটি ওয়ান স্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।
অপরদিকে ডিবির এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর বেনাপোল থানার রায়পুর থেকে সাত কেজি গাঁজাসহ রায়পুরের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ঘিবা গ্রামের শহিদুল সর্দারের ছেলে আহসান সর্দারকে আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা। এ সব ঘটনায় কোতোয়ালি ও বেনাপোল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।