ডেস্ক রিপোর্ট – জাতীয় সংসদের এমপি ‘শবনম জাহান শিলা ” শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম “চাইল্ড মেসেজ ‘ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা’য় অংশ নিয়ে বলেন, দেশে জনসংখ্যা তুলনায় গোয়েন্দা সংস্থা সদস্য কম। এতে অপরাধীদের ধরতে বিলম্ব হয়।বিষয়টি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে তুলে ধরবেন বলেও শিক্ষার্থীদের জানান এই নারী সাংসদ। আয়োজন সুত্রে জানা গেছে, বেসরকারি জনপ্রিয় টেলিভিশন আরটিভি’র হেড অব অনলাইন ‘কবির আহমেদ ‘ ও ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুলের প্রিন্সিপাল ‘সাইফুল আলম “বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।সাংসদ ও আরটিভি’র উচ্চপর্যায়ের প্রতিনিধি কে সরাসরি দেখতে পেয়ে আনন্দে ছিলো অংশ নেওয়া ফেনী জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা।
আয়োজনে এক শিক্ষার্থী সাংসদ কাছে জানতে চান, শিশুদের বই প্রতি বছর ই বিভিন্ন প্রধান শিক্ষক বিক্রির খবর গণমাধ্যম সুত্রে জানা যায়।সরকার বিষয়টি বন্ধে আইন করবে কিনা?জবাবে সাংসদ শিলা বলেন, সরকার অত্যন্ত কঠোরভাবে দমন করছে।প্রয়োজন হলে আরও কঠিন আইন প্রনয়ন করা হবে। আরেক শিক্ষার্থী সাংসদ কাছে জানতে চান, স্কুল-কলেজ ইভটিজিং বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কি ভুমিকা পালন করছে? জবাবে সাংসদ শিলা শিক্ষার্থীদের এইধরনের ঘটনায় শিশু হেল্পলাইন ‘১০৯৮’ ও জাতীয় জরুরী সেবা “৯৯৯ ‘ দ্রুত জানাতে বলেন।এতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত টহল জোরদার করবে ও আসামীদের গ্রেফতার করবে বলেও এমপি আশ্বস্ত করেন। আয়োজন সুত্র জানা গেছে, ফেনী জেলার বিখ্যাত শিশু নিকেতন কালেক্টর স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংসদে দেশের শিশুদের সমস্যা তুলে ধরতে আমন্ত্রিত ছিলেন।উপস্থাপনা করেন শিশু সাংবাদিক ‘আফিফা’। চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।