
ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম রুবেল
ইসলামী বিশ্বের মেহমান ওলি কুলের শিরোমণি আলহাজ্ব হযরত শাহ সুফি আল ছৈয়দ মাওলানা মজিবুল বশর মাইজভান্ডারি, শুভ আগমন ফরিদ পুর জেলা নগর কান্দা উপজেলা ডাংগি ইউনিয়ন শ্রাংগাল দায়রা শরীফ এ শুভ আগমন।
এই দিন টি উপলক্ষে রয়েছে আশেক ভক্ত এর মিলন মেলা, মনের আশা পুরন হবে বলে ভক্ত বৃন্দ আশা । গত ২০১৭ সালে তিনি এ দায়রায় আসছিলেন জানিয়েছেন ওই দায়রা শরীফ সভাপতি কাজী আনোয়ার হোসেন মাইজভান্ডারি তিনি আরও জানিয়ে এ ইসলামি ও তরিকত মাইজভান্ডারি মিলাদ মাহফিলে ডিসি সাহেব কে চিঠি দিয়ে জানা নো হবে বলে জানিয়েছেন।