ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩

খানসামায় অনুমোদন ছাড়াই সার তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও জব্দ

উজ্জ্বল রায়
জানুয়ারি ৩০, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার রওশন ট্রাইকো জৈব সার নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানি অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে উৎপাদন ও মোড়কজাত করে বাজারে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা ও ২৯ বস্তা সার জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আমতলী বাজার এলাকায় অবস্থিত ওই কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার অরুন কুমার রায়সহ খানসামা থানা পুলিশের সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। আরও বলেন,অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।