ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩

গংগাচড়া উপজেলায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ব্যবসায়ীর জরিমানা

Siam Hossen
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নিজস্ব প্রতিনিধি :
গংগাচড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চার ব্যবসায়ীকে ২০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত হলেন, মোঃ মুকুট মিয়া, পিতা হবিবার রহমান ।
পাট অধিদপ্তর রংপুর অঞ্চল সহকারী পরিচালক সোলাইমান আলী বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। অথচ ব্যবসায়ীরা নিয়মটির তোয়াক্কা করছে না। আমরা তদারকি করে ব্যবসায়ীদের জরিমানা করে প্লাস্টিকজাত মোড়ক ব্যবহার না করতে সতর্ক করছি।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর (৩ জুন ২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ১৪ ধারা অনুযায়ী তার জরিমানা করা হয়েছে।