ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩

নওগাঁয় বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ৩১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক। নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ’ সোমবার নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সহ উপজেলা ভূমি কার্যালয়, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা অধিদপ্তরের ট্রেনিং সেন্টার, পাটিচরা ইউনিয়র পরিষদ ও অন্যান্য দপ্তর পরিদর্শন শেষে বেসরকারী এনজিও সংস্থা আশার কার্যালয় পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ’ এর সাথে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা প্রেস ক্লাব ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান সহ অন্যান কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যানবৃন্দ প্রমুখগন।