মোঃ শরিফুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ভরাট উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অপরাধে দাউদ ইসলাম নামে এক ভাটা ব্যবসায়ীকে এক লাখ জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। এবিষয়ে এসিল্যান্ড দেবাশীষ বসাক বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলন করে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ভাটার মালিককে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অবহ্যত থাকবে।