ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩

হরিপুরে ধান ব্যবসায়ীকে কে কুপিয়ে হত্যা

সাইমন হোসেন
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!
                       

সাইমন হোসেন-ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাগলের কুড়ালের আঘাতে মনসুর আলী (৩৮) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। জানা যায় নিহত ব্যক্তি দিনাজপুরের বিরল উপজেলার গগনপুর গ্রামের শাহদাত আলীর ছেলে। পেশায় তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

স্থায়ীয়দের বরাত দিতে পুলিশ জানান, নিহত ধান ব্যবসায়ী দোকানে বসে চা খাচ্ছিল। এসময় হরিপুর উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের ইসারউদ্দীন অরফে দুখিয়ার ছেলে আব্দুল খালেক (৪২) নামে এক পাগল ওই ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে যখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, খালেক নামে এক পথচারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।