
জামালপুর প্রতিনিধি
জামালপুর পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহাপুর ফকিরপট্টি থেকে দুই নারী মাদক কারবারি কে আটক করেছে
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ৩০ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তাফার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন সহ তাদের আটক করেন।
মাদক কারবারি মেগুর স্ত্রী নাজমা (৪৮), অপরজন আলামিনের স্ত্রী জহুরা(৫৫) কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য পনের হাজার টাকা। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হাতেনাতে দুই নারী মাদক কারবারি আটক হয়েছে, আজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।