মাজিদ আল মামুনঃ
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত “দৈনিক পশ্চিমাঞ্চল” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক গুরু আজাদ মালিতা’র শুভ জন্মদিন আজ।
১৯৫০ সালের ১লা ফেব্রুয়ারি আজকের এইদিনে চুয়াডাঙ্গা শহরে জন্ম গ্রহণ করেন জনবহুল পত্রিকা “দৈনিক পশ্চিমাঞ্চল” এর সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা। আজকে তিনার ৭৪ তম জন্মদিন।
তিনি বিচক্ষণ, সৎ ও সাহসী সাংবাদিক। চুয়াডাঙ্গায় সাংবাদিক গুরু বললে তিনার নামটিই উচ্চারিত হয় সবার আগে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা শহরের রাবেয়া ম্যানসন থেকে প্রকাশিত জনবহুল পত্রিকা “দৈনিক পশ্চিমাঞ্চল” পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন। দীর্ঘ জীবনে তিনি দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে ছিলেন। তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিতে সভাপতির দায়িত্বও পালন করেছেন। এখন অবধি তিনি সৎ ও নিষ্ঠার সাথে সংবাদপত্রে গুরুদায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন। অন্যায়, অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন কোন সংবাদ প্রকাশেই তিনি কখনও পিছু হটেননি।
দেশব্যাপী দৈনিক পশ্চিমাঞ্চলের প্রতিনিধিদেরও সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। অনুপ্রেরণা জাগিয়েছেন তাদের কাজে।
আজকের এই ৭৪ তম শুভ জন্মদিনে তিনার সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন উনাকে দীর্ঘজীবী করুন। বেঁচে থাক হাজারো বছর আমাদের হৃদয়ের গহীনে জাগ্রত হয়ে। আমীন