ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩

‘স্যার’ বলতে হবে, তাই ফলাফল এমন করা হয়েছে : হিরো আলম

দৈনিক প্রথম বাংলাদেশ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেছেন, তিনি বিজয়ী হলে শিক্ষিত সমাজের লোকদের তাকে ‘স্যার’ বলতে হবে, তাই এই কারণে ফলাফল জা’লিয়াতি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, বগুড়া-৪ আসনের এক-তৃতীয়াংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এগিয়ে ছিলাম কিন্তু শেষের কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় ফলাফল পাল্টিয়ে ফেলা হয়েছে। প্রচার করা হয়েছে ‘হিরো আলম এমপি নির্বাচনে জিতলে বাংলাদেশের সম্মান নষ্ট হবে, সরকারের সম্মান যাবে। এসব কারণেই নির্বাচনে জিততে দেয়া হয়নি

সংবাদ সম্মেলনে হিরো আলম আরও বলেন, এ ফলাফল আমি মেনে নিলেও যারা আমাকে ভোট দিয়েছে তারা মেনে নিতে পারছে না। আমি এ ফলাফল মানি না। আমি এই ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবো। উল্লেখ্য, বগুড়ার-৪ ও ৬ দুটি আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন আলোচিত হিরো আলম