ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে প্রথম পাতাল মেট্টোরেলের নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুমন মিয়া,
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

সুমন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশে ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এই প্রথম পাতাল মেট্টোরেল এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এই পাতাল মেট্রেরেল রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুনবাজারে যুক্ত হবে কমলাপুর-বিমানবন্দর মেট্রোরেল রুটের সঙ্গে।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি দুপুরে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৪নং সেক্টরে রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে তিনি ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিড (এমআরটি) লাইন-১ এর নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এবং মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন এ সময়।

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল মাটির নিচ দিয়ে যাবে। তবে পীতলগঞ্জ থেকে নতুনবাজার পর্যন্ত এ মেট্রো লাইন হবে এলিভেটেড; ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে যাবে এ রেললাইন। পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে সুধী সমাবেশের আয়োজন করা হয়। জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে সমবেত হন অনুষ্ঠানস্থলে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এমএএন সিদ্দিক উপস্থিত ছিলেন। এ কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ডিএমটিসিএল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে ভাষণ প্রদান করেন। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ নিয়ে তার উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। সুধী সমাবেশে লোক সমাগম দেখে মুগ্ধ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রকল্প সূত্র জানায়, দ্বিতীয় মেট্রো রেল হবে উড়াল ও পাতাল পথের সমন্বয়ে। দুটি রুটে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণ হবে। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত- এই রুটে মাটির নিচ দিয়ে চলবে রেল। এটি ১৯ দশমিক ৮৭ কিলোমিটার দীর্ঘ রুট।পূর্বাচল রুটে নতুন বাজার স্টেশনটি হবে পাতালে। এরপর নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়ালপথে। এ রুটে আবার স্টেশন হবে নয়টি। এগুলো হচ্ছে- নতুন বাজার, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল ও পিতলগঞ্জ ডিপো। পাতাল ও উড়াল মিলে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২৬ সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।