ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩

কোটচাঁদপুর আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধ পৌর মেয়রের সংবাদ সম্মেলন

মোঃ আশাদুল ইসলাম
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর আবাসিক প্রকৌশলী কতৃক পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিগত মেয়রদের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বর্তমান মেয়রের ওপর চাপ সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ই ফ্রেরুয়ারী) সকাল ১১ টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসবার বর্তমান মেয়র শহিদুজ্জামান সেলিম।
লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, আমি বিগত ২৮/২/২০২১ ইং তারিখে কোটচাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জানতে পারি যে, বিগত মেয়র গণের সময়কালে ২কোটি ৯০ লক্ষ ৭০ হাজার ৭১৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ৩২৯ টি পৌরসভা কে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশনা প্রদান করেন।আমি দায়িত্বভার গ্রহণের পর হতে জনস্বার্থ রক্ষা ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পৌর অফিস ভবন, রোড লাইট, পানি সরবরাহ সহ পৌরসভার সকল বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে অব্যহত রাখতে পৌরবাসীর সকল সুবিধা হতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল ২কোটি ৯০ লক্ষ ৭০হাজার ৭শত ১৩ তের টাকা এর মধ্যে ২৩ লক্ষ ৬২ হাজার ২ শত ১০ টাকা পূর্বের মেয়রগনের রেখে যাওয়া বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। পরবর্তীতে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গত মে,২০২১ ইংরেজি হতে বর্তমান সময় পর্যন্ত ৩৯লক্ষ ২৮ হাজার ৭শত ১০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। বর্তমানে আমি দায়িত্ব পালন করা হতে এই পর্যন্ত আমার পরিষদের কোন বিদ্যুৎ বিল বকেয়া নাই। বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী পূর্বের বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে আমার শরণাপন্ন হলে আমি মৌখিক ভাবে তাৎক্ষণিক ২ লক্ষ টাকা প্রদানের কথা জানায় এবং পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল প্রতিমাসে ১লক্ষ টাকা করে পরিশোধের প্রতিশ্রুতি দিই। কিন্তু আবাসিক প্রকৌশলী আলোচনা ছাড়াই গত ২৭/১২/২২ ইং তারিখে পৌর এলাকার রোড লাইট ও পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এর ফলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
তিনি আরও বলেন, পাপ করেছে একজন আর পাপি হলাম আমি। অন্য মেয়রদের ব্যর্থতার গ্লানি তো আমি বহন করতে পারি না। তিনি বলেন, সামনে পবিত্র রমজান মাস আসছে, সাধারণ পৌর নাগরিকদের পানির চাহিদা কিভাবে মেটাবো। এসময় তিনি সাংবাদিক বৃন্দদের উদ্দেশ্যে বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাদের মাধ্যমে মাননীয় স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি। যাতে করে এই পৌরসভার সুনাম রক্ষায় বকেয়া বিদ্যুৎ বিল প্রতি মাসে ১ লক্ষ টাকা পরিশোধের সুযোগ প্রদান করা হয়। এসময় পৌর প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন, মহিলা প্যানেল মেয়র শারমিন আক্তার সাথী, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, সুব্রত চক্রবর্তী,খাইরুল ইসলাম, সোহেল আল মামুন, মাহাবুব খান হানিফ সহ ঝিনাইদহ জেলা সিনিয়র সাংবাদিক বৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন। এব্যাপারে আবাসিক প্রকৌশলী মনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে আমাদের কোন হাত নাই। এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রণালয় থেকে টিম পাঠিয়ে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন, এখানে শুধু আমরা সহযোগিতা করেছি। তিনি আরও জানান, এব্যাপারে আমাদের কিছুই করার নাই। যা করার মন্ত্রণালয়ের উদ্ধর্তন কর্মকর্তারা করবেন।