ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩

কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যুর ঘটনায় মামলা

মোঃ আশাদুল ইসলাম,
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কোটচাঁদপুর মডেল থানায়। তবে গ্রেফতার হয়নি কেউ,উদ্ধার হয়নি ঘাতক ট্রাক্টর। শুক্রবার মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে এ মামলা করেছেন বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা সিরাজ আলম।
জানা যায়,গত শুক্রবার (৩ই ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার গালিমপুর মোড়ে মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে মটর সাইকেল আরোহী মাহমুদুল ইসলাম (২৫) ও রবি( ২৬)। এতে করে গুরুত্বর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল ইসলাম (২৫)কে মৃত বলে ঘোষণা দেন আর রবিকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন। পরে পুলিশ মৃত দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় । ওই ঘটনায় মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন।
মামলা নাম্বার -০২,তারিখ-০৩-০২-২৩। ওই মামলায় আসামি করা হয়েছে ট্রাক্টর ড্রাইভার সমীর হোসেনকে। সে রুদ্রপুর মাঠপাড়ার খলিল উদ্দিনের ছেলে। তবে মামলা হলেও গ্রেফতার হয়নি আসামি। উদ্ধার হয়নি ঘাতক ট্রাক্টরটি। জানা যায়, মাহমুদুল হাসান ছিলেন, জাপান টোব্যকো কালিগঞ্জ অফিসের স্টোর কিপার। সে যশোর ঝিকরগাছার গদখালি এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা সিরাজুল আলম বলেন,কালকের ঘটনায় মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে এক জনের নামে মামলা করেছেন। আসামি ধরতে অভিযান অব্যহত রয়েছে।