ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩

সিংড়ায় র‌্যাবের অভিযানে ১কেজি২৫০গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী ১জন গ্রেফতার

বেল্লাল হোসেন বাবু,
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

বেল্লাল হোসেন বাবু, রাজশাহী বিভাগীয় প্রধান :

র‌্যাব-৫-সিপিসি -২’র নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে নাটোর জেলার সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের (কুমার পাড়া) গ্রামে মিলন রোড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১কেজি২৫০ গ্রাম গাঁজাসহ ১জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ০৩ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ২.১৫ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫সিপিসি-২’র কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ২৫০গ্রাম গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ আল মামুন সরদার (৩২) পিতা- মোঃ আবুল হোসেন সরদার, সাং- কুমার পাড়া ,থানা সিংড়া জেলা -নাটোর।র‌্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল, সে পেশাদার মাদকব্যাবসায়ী, জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-৫সিপিসি-২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর। র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।