ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২

রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক্টরের ধাক্কায় নিহত -১

দৈনিক প্রথম বাংলাদেশ
ডিসেম্বর ১, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ সাতজন। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- সাজেদা বেগমের স্বামী আব্দুল করিম (৫০), মেয়ে পিংকি আক্তার (১১), আমেনা খাতুন (৭), মায়েশা আক্তার (৩)। এছাড়াও জুলেখা বেগম (৪৫) ও তার নাতি রাব্বি (১০) এবং অটোরিকশা চালক তানহা হাসান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি রাজধানীর খিলক্ষেত থেকে আড়াইহাজার বিশন্দির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজিটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু সহ ছয়জন আহত হযন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই এক নারীর মৃত্যু হয়। দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা নামে এক নারী মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাব্বি (১০) নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সা‌য়েদ জানান ট্রাক্টর চালক মিন্টু মিয়া ও হেলপার আইয়ুব কে আটক ক‌রা হয়েছে।