ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩

দুপচাঁচিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি সহ আটক ১০

এম আমিরুল ইসলাম
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!
                       

এম আমিরুল ইসলাম-দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি

আজ ৫ ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউপি এলাকার ঘাটমাগুড়া বলদমারা গ্রামস্থ, জনৈক মোঃ আনিছুর মেম্বার এর ইট ভাটার পূর্ব পাশে নাগর নদীতে ও একই থানাধীন সদর ইউনিয়নের অন্তর্গত ধাপ যোগীপোতা গ্রামের পার্শ্বে নাগর থেকে। অবৈধ ভাবে বালু কাটা ও বালু তোলার সময় ০১(এক) টি এ্যাসকেভেটার(ভেকু) ০২(দুই) টি পুরাতন শ্যালো মেশিন, ০১(এক) টি ০৬(ছয়) চাকা বিশিষ্ট একটি মিনি ট্রাক, যাহার ইঞ্জিন নং- MBU-WEL4XLC0140208, চেচিস নং- SLCLC133528, যাহার নম্বর-যশোর-ড-১১-০৮৯২, সহ আরো ১০ হর্স ক্ষমতা সম্পন্ন ০১(এক) টি শ্যালো মেশিন ও ১০ জন আসামী সহ উক্ত আসামীদের নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন ।

উল্লেখিত ঘটনায় এসআই মোঃ সুজাউদ্দৌলা সরকার বাদী হয়ে এজাহার দায়ে করলে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিম্নোক্ত আসামীগন ১। মোঃ কামরুল হাসান(২০), ২। মোঃ শামীম প্রাং(২৫), ৩। মোঃ ইবাদত(৩৫), ৪। মোঃ মিন্টু(৩০), ৫। মোঃ আইয়ুব সরকার(৩২), ৬। মোঃ আরিফুল ইসলাম(২৫), ৭। মোঃ আলামিন(৩৫), ৮। মোঃ জুয়েল রানা(৩৫), ৯। মোঃ নাহিদ ইসলাম(২৬), ১০। মোঃ সবুজ মন্ডল(৩৫)দের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান। যে এমন পরিবেশ বিরোধী অপরাধীদের শাস্তি কামনায় সকল আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।